মৌসুম শুরুর আগে বড় ধাক্কা খেল জুভেন্টাস

প্রকাশিত: জুন ৫, ২০২০; সময়: ৩:১২ অপরাহ্ণ |
খবর > খেলা
মৌসুম শুরুর আগে বড় ধাক্কা খেল জুভেন্টাস

পদ্মাটাইমস ডেস্ক : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সিরি আ। লিগ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে সিরি আ’র পয়েন্ট টেবিলের এক নম্বর দল জুভেন্টাস। পায়ের মাংশপেশিতে চোট পেয়েছেন ক্লাবের অন্যতম প্রধান অস্ত্র আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন।

লিগ শুরুর আগে পূর্ণোদ্যমেই চলছিল জুভেন্টাসের অনুশীলন। এ সময় একটি শট নিতে গিয়ে চোটে পরেন তিনি। হিগুয়েনের চোটের বিষয়টি টুইটারে নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

সেখানে জুভেন্টাস লিখেছে, ‘আজকের (বৃহস্পতিবার) অনুশীলন চলাকালীন সময় হিগুয়েন ডান পায়ের ঊরুর পেশিতে চোট পেয়েছেন। আগামী দিনগুলোতে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

ইঞ্জুরিতে পড়ায় কোপা ইতালিয়ার সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূচি অনুসারে আগামী ১২ জুন ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে নামবে জুভেন্টাস। এর আগে গত ফেব্রুয়ারির প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় প্রায় তিন মাস স্থগিত ছিল ইতালিয়ান সিরি আ। আগামী ২২ জুন ফের শুরু হবে চলতি মৌসুমের খেলা। এর আগে ১৭ জুন হবে কোপা ইতালিয়ার ফাইনাল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য মাঠে।

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে