‘ফিক্সিং ছাড়া কোনো ক্রিকেট ম্যাচ হয় না’

প্রকাশিত: মে ৩০, ২০২০; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
খবর > খেলা
‘ফিক্সিং ছাড়া কোনো ক্রিকেট ম্যাচ হয় না’

পদ্মাটাইমস ডেস্ক : ‘কোনো ক্রিকেট ম্যাচই সুষ্ঠুভাবে খেলা হয় না। লোকজন যেসব ম্যাচ দেখে তার প্রত্যেকটি ফিক্সিং হয়’। দিল্লী পুলিশের জেরায় এমনই বিস্ফোরক নতুন তথ্য দিয়েছেন ২০০০ সালে ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের মামলার আসামী বুকি সঞ্জীব চাওলা।

সঞ্জীবকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ‘প্রতিটি ক্রিকেট ম্যাচ একটা বিশাল বড় সিন্ডিকেট বা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার দ্বারা পরিচালিত হয়। যা পরিচালকদের দ্বারা পুরো সিনেমা পরিচালিত হওয়ার মতো ব্যাপার’।

অবশ্য এই বিবৃতিতে চাওলার কোনো সাক্ষর নেই। তবে তিনি এটা স্পষ্ট ভাবে জানিয়েছেন যে, ম্যাচ-ফিক্সিংয়ে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপ জড়িয়ে থাকায় ক্রিকেটারদের সবসময় প্রাণের আশঙ্কা থেকে যায়।

সঞ্জীব আরো বলেন, ‘এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ, যে সিন্ডিকেট বা মাফিয়ারা এর সঙ্গে যুক্ত, তারা বিপজ্জনক’। এর চেয়ে বেশি তথ্য ফাঁস করলে যে তার প্রাণ সংশয় হতে পারে, সেটাও পুলিশকে জানিয়েছেন সঞ্জীব।

দিল্লির স্পেশাল সিপি (ক্রাইম) প্রবীর রঞ্জন বলেছেন, ‘যেহেতু ব্যাপারটা নিয়ে তদন্ত চলছে, তাই বিস্তারিত ভাবে কিছু বলা যাবে না’।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে