সদস্য দেশগুলোকে হাজার কোটি টাকা দিচ্ছে ফিফা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০; সময়: ৩:১৯ অপরাহ্ণ |
খবর > খেলা
সদস্য দেশগুলোকে হাজার কোটি টাকা দিচ্ছে ফিফা

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসে বিপর্যস্ত ফুটবল বিশ্ব। এমতাবস্থায় ফুটবলকে বাঁচাতে আর্থিক সহযোগিতা দিচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির পরিচালনা পর্ষদ জানায়, সদস্য দেশগুলোকে ১৫০ মিলিয়ন ইউএস ডলার বা ১ হাজার ২৭৮ কোটি টাকা দেয়া শুরু হয়েছে।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো জানান, ‘করোনা মহামারিতে ফুটবল বিশ্বে যে ক্ষতি হয়েছে, তা সামলে নিতে আগামী কয়েকদিনের মধ্যে সদস্য দেশগুলোকে এ অর্থ সহায়তা দেয়া হচ্ছে।’

তিনি জানান, ‘চলমান সংকট ফুটবল বিশ্বকে বিরল এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া ফিফার দায়িত্ব। আর এই কাজ শুরু হলো বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে এমন সদস্য দেশুগুলোকে জরুরি অর্থ সাহায্য দেয়ার মাধ্যমে।’

যেখানে বিশ্বব্যাপী ২১১টি সদস্য দেশকে এখান থেকে সাহায্য করা হবে। এর দ্বিতীয় কিস্তিটি ২০২০ সালের জুলাই মাসে দেওয়ার কথা ছিল। তবে করোনার কারণে আগেই এটি দিতে হচ্ছে।

এই সাহায্যের ফলে প্রতিটি সদস্য দেশ অন্তত ৫ লাখ ডলার করে পাবে। এর পাশাপাশি ফরোয়ার্ড ২.০ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অন্যান্য সুবিধা দেওয়া হবে সদস্য দেশগুলোকে।

আর অনুদান সঠিকভাবে যেন ব্যবহার করা হয় সে ব্যাপারেও কড়া নজরদারি থাকবে ফিফার। যেসব দেশ বেশি আর্থিক সঙ্কটে ভুগছে তাদের দিয়েই শুরু হবে এই অনুদান কার্যক্রম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে