পবিত্র রমজানে করোনামুক্ত হোক পৃথিবী : সাকিব

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২০; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
খবর > খেলা
পবিত্র রমজানে করোনামুক্ত হোক পৃথিবী : সাকিব

পদ্মাটাইমস ডেস্ক : সারা বিশ্বে করোনাভাইরাসের দাপট বেড়েই চলেছে। এক অদৃশ্য শক্তির কাছে থমকে গেছে গোটা পৃথিবী। দিন দিন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ, প্রাণ হারাচ্ছেন বহুজন। এমন কঠিন দুর্যোগের সময় এসে গেছে পবিত্র মাহে রমজান। আর এই রমজানে পৃথিবী করোনামুক্ত হোক, এই কামনা করছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পরিবারের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছে সাকিব। সেখান থেকেই গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘সারা বিশ্ব আজ মুখোমুখি একটি বৈশ্বিক মহামারির। এই মহামারির প্রভাবে সারা বিশ্বে আসছে দ্রুত পরিবর্তন, পৃথিবী হারাচ্ছে তার স্বাভাবিক ভারসাম্য। পবিত্র মাহে রমজানের আশীর্বাদে বিশ্ব মুক্ত হোক করোনাভাইরাসের প্রকোপ থেকে, পৃথিবীতে ফিরে আসুক তার স্বাভাবিক ভারসাম্য, এটিই আমাদের কামনা।’

করোনা মোকাবিলায় দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাকিব। ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ -এর মাধ্যমে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা করছেন তিনি। শুরুতে ‘মিশন সেভ বাংলাদেশ’-এর মাধ্যমে দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর দিয়েছেন করোনা টেস্টের ২০ লাখ টাকার কিট। পরে সুবিধাবঞ্চিতদের খাবারের জন্য আরো ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। নিলামে ওঠা ব্যাটটি শেষ পর্যন্ত ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। সাকিবের ব্যাটটি নিলামে কিনেছেন রাজ নামের একজন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।

এর আগে দেশের প্রত্যেক মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করে সাকিব বলেছিলেন, ‘আমি প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে এই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমাদের সাহায্যই পারে এই সুবিধাবঞ্চিত মানুষের স্বাভাবিক জীবন ধরে রাখতে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের সবাই এক হয়ে, একটা দল হিসেবে কাজ করতে পারি, তাহলেই কেবল এই দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে পারব।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে