ভালভার্দে বরখাস্ত, নতুন কোচ পেলেন মেসিরা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০; সময়: ১:০৯ অপরাহ্ণ |
খবর > খেলা
ভালভার্দে বরখাস্ত, নতুন কোচ পেলেন মেসিরা

পদ্মাটাইমস ডেস্ক : মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত করল বার্সেলোনা। আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করেছে তারা। তৎক্ষণাৎ নতুন কোচও নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল বেটিসের সাবেক বস কিকে সেতিয়েনকে মেসি-সুয়ারেজদের কোচ করেছে তারা।

সোমবার রাতে ভালভার্দেকে বরখাস্তের ঘোষণা দিয়েছে বার্সা। বিবৃতিতে লিখেছে, ক্লাব ও ৫৫ বছর বয়সী কোচের মধ্যে চুক্তির ইতি ঘটল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তাকে অসংখ্য ধন্যবাদ।আগামী দিনগুলোর জন্য তার প্রতি শুভকামনা রইল।

ভালভার্দেকে সরানোর কয়েক ঘণ্টা না যেতেই কোচ নিয়োগ দিয়েছে বার্সা। সেতিয়েনকে দলের দায়িত্ব সঁপার ঘোষণা দিয়েছে তারা। তাকে ২০২২ মৌসুম পর্যন্ত দায়িত্ব তুলে দিয়েছে ন্যু ক্যাম্প।

গেল কয়েক মাস ধরেই দোদুল্যমান ছিল ভালভার্দের চেয়ার। সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বার্সা হেরে যাওয়ার পর তা একেবারে টলে যায়।

এ পরিস্থিতিতে জাভি হার্নান্দেজ বা রোন্যাল্ড কোম্যানকে কোচ করতে চেয়েছিল বার্সা। তাদের আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল তারা। তবে রাজি করাতে পারেনি। কোচের দৌড়ে বার্সা বি টিমের ম্যানেজার ফ্রান্সিসকো গার্সিয়ার নামও ছিল।

সেতিয়েন খেলোয়াড়ি জীবনে ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার। রেসিং সান্তান্দারের জার্সিতে ৮ বছর মাঠ মাতান তিনি। ২০৫ ম্যাচে ৪৩ গোল করেন এ স্প্যানিশ ফুটবলরার। পরে অ্যাটলেটিকো ঘুরে লেভান্তের হয়ে খেলে অবসরে যান তিনি।

২০০০ সালে রেসিংদের হয়েই কোচিং অধ্যায় শুরু করেন সেতিয়েন। পরে যেখানেই দায়িত্ব নিয়েছেন, আলো ছড়িয়েছেন।কোচিং দর্শনে বার্সার সাবেক কিংবদন্তি খেলোয়াড়-কোচ ইয়োহান ক্রুইফের দর্শনের একান্ত ভক্ত তিনি। শিষ্যদের সেই দীক্ষাতেই খেলানো এবং সাফল্যের সুনাম আছে তার।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে