রুয়েট শাখা ছাত্রলীগ নেতা আল নাহিয়ানের উদ্ভাবন

প্রকাশিত: জুন ১০, ২০২০; সময়: ৭:৪৪ অপরাহ্ণ |
রুয়েট শাখা ছাত্রলীগ নেতা আল নাহিয়ানের উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক : গত মে মাস, ২০২০ এ বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামীউর রহমান আল নাহিয়ান অটোমেটিক অবস্টেকল ডিটেক্টর” নামে একটি যন্ত্র তৈরি করেন। যা ইহার সম্মুখে কোনো কিছু উপনীত হলে ইহা স্বয়ংক্রিয়ভাবে বিষয়টি সাথে সাথে পর্যোবেক্ষন করে তার রাস্তা পরিবর্তন করে সামনে অবস্থিত বস্তুটিকে অতিক্রম করবে।

আল নাহিয়ানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এই প্রযুক্তিটি অতি কমমুল্যে তৈরি করে বিভিন্ন গাড়িতে স্থাপন করা সম্ভব। যা কিনা কমাতে পারবে গাড়ির এক্সিডেন্টাল পারসেন্টেজ রেট অনেক হারে। অবশেষে তিনি এটাও জানান, এই প্রযুক্তিটি ব্যবহার করা যাবে বাংলাদেশ সেনাবাহীনিতেও । এছাড়াও নাহিয়ানের এই প্রযুক্তিটির উপর তারই লেখা রিসার্চপেপার আর্টিকেল অটোমেটিক অবস্টেকল ডিটেক্টর এন্ড পাথ ফাইন্ডার” টি ইন্টারন্যাশনাল জার্নাল অন ইনফরমেটিক্স ভিসুয়ালাইযাশন নামের একটি জার্নালে ছাপানো হয়েছে।

উনার ভবিষ্যৎ পরকিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তিনি শুধু এটি নিয়েই পরে থাকতে চান না বরং তিনি দেশের হইয়ে, দেশের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের দেশ গরতেও এগিয় আসতে চান।

তিনি বলেন, তিনি বাংলাদেশের গরীব কৃষকদের দের জন্য একটি প্রযুক্তি নিয়ে আসতে চান যা কিনা বাংলাদেশের কৃষকের খরচ কমিয়ে ফসলের উৎপাদন খরচ কমাবে যেমন ঠিক তেমনি কমাবে তাদের পরিশ্রম। এছাড়াও তিনি বাংলাদেশ দমকল বাহিনী ও সেনাবাহিনীর জন্য নিয়ে আসতে চান আরও কিছু নতুন প্রযুক্তি যার মধ্যে একটি প্রযুক্তি দমকল বাহিনী কে সাহায্য করবে আগুন নেভানোর কাজে এবং সেনাবাহিনীর জন্য নিয়ে আসতে চান অতি স্বল্প খরচে আধুনিক ড্রোন।

পরিশেষে তিনি জানান, তিনি তার সমস্ত কাজ বাংলাদেশ ছাত্রলীগকে উৎসর্গ করে করতে চান, তিনি বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠতে চান, দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তি করার প্রকল্পে শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংঘটনের মান মর্যাদা ও গৌরবকে আরও বহুলাংশে বৃদ্ধিতে নিরলস পরিশস্রম করে যেতে চান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে