বাগমারায় শিশু চিকিৎসা বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: মে ২৬, ২০২২; সময়: ৯:০১ অপরাহ্ণ |
বাগমারায় শিশু চিকিৎসা বিষয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় শিশুর উন্নত চিকিৎসা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, ফামের্সীর মালিক এবং ভবানীগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে স্টাফদের নিয়ে মতবিনিময় সভা করেন ডাঃ মোঃ আলমগীর হোসেন, এমবিবিএস, এম এস (শিশু সার্জরী) ঢাকা শিশু হাসপাতাল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুন্ন মেডিকেল কলেজ হাসপাতাল।

শিশুদের যাবতীয় রোগ ব্যাধীর বিষয়ে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক হিসেবে সেবা প্রদান করে আসছেন তিনি। ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি জন্মস্থানের প্রতি ভালোবাসায় সপ্তাহে দুইদিন বাগমারার ভবানীগঞ্জ এবং মচমইল বাজারের দুটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়োমিত রোগী দেখছেন। গ্রামের রোগীরা যেন শহরে গিয়ে দালালের পাল্লায় না পড়ে অকারনে সাধ্যের বাইরে অর্থের খরচ করতে না হয়। সে জন্য নিজ এলাকায় এসে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করছেন ডাঃ মোঃ আলমগীর হোসেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এন্ড হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ এম রাশেদ রাইন, মচমইল বাজার চিকিৎসক সমিতির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুঞ্জুর রহমান, সাবেক সভাপতি এস.এম. আব্দুস সাত্তার, সাইদুর রহমান চিসতী, পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এন্ড হাসপাতালের ম্যানেজার তোফায়েল হোসেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে