বাগমারায় মাদক বিক্রেতার সাথে প্রতিবাদকারীর হাতাহাতি

প্রকাশিত: মে ২৩, ২০২২; সময়: ২:২৯ অপরাহ্ণ |
বাগমারায় মাদক বিক্রেতার সাথে প্রতিবাদকারীর হাতাহাতি

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর গ্রামের আবু বাক্কার (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। ও্ই ঘটনায় একই গ্রামের ইসরাইল হোসেন নামের এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর গ্রামের আবু বাক্কার দীর্ঘ দিন থেকে এলাকায় গাঁজা, ইয়াবা নাবালক বাচ্চাদের মধ্যে বিক্রি আসছে। বাচ্চাদের মধ্যে মাদক বিক্রির বিষয়টি একই এলাকার সবুজ নামের এক ছেলে প্রচার করলে আবু বাক্কার তাকে মারধর করে।

ঘটনাটি জানার পর সবুজের মামা ইসরাইল হোসেন আবু বাক্কারকে মারার ঘটনাটি জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হন এবং সবুজের মামা ইসরাইল হোসেনকে হামলার চেষ্টা করেন। ওই সময় আবু বাক্কার এবং ইসরাইলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। ওই ঘনটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য মাদক বিক্রেতা আবু বাক্কারকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

ইসরাইল হোসেন বলেন, মাদক বিক্রেতা আবু বাক্কার নিষিদ্ধ ঘোষিত মাদক দিয়ে এলাকার ছোট ছোট বাচ্চাদের নষ্ট করছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী এলাকায় তার শ্বশুর বাড়ি বলে সেখান থেকে নিষিদ্ধ মাদক আমদানী করেন। অবিলম্বে তাকে গ্রেফতার করে এলাকায় মাদক নির্মূল করতে প্রসাশনের সহযোগীতা কামনা করেছেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত আবু বাক্কারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ করেননি। অপর দিকে অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বাগমারা ওসি মোস্তাক আহম্মেদ বলেন, অল্প সময়ের মধ্যে তদন্ত করে মাদক বিক্রেতা আবু বাক্কারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে