নিয়মের তোয়াক্কা না করেই গড়ে উঠছে ইটভাটা

প্রকাশিত: মে ১৯, ২০২২; সময়: ২:২৬ অপরাহ্ণ |
নিয়মের তোয়াক্কা না করেই গড়ে উঠছে ইটভাটা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ইটভাটা। নষ্ট হচ্ছে আশপাশের আবাদি জমির ফসল। এতে পথে বসার উপক্রম অনেক হতদরিদ্র কৃষকের।

রাজশাহীর বাগমারা উপজেলায় ফসলি জমি ও বসতবাড়ির পাশে গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার দূষিত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে বিঘাকে বিঘা বোরো ধানের ফলন। তবে এ নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই ইটভাটার মালিকদের। কৃষকদের অভিযোগ, ধানের পাশাপাশি ক্ষতি সাধন হয়েছে অন্যান্য ফসলেরও।

শুধু বাগমারা নয়, প্রতিটি উপজেলায় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে গড়ে উঠছে ইটভাটা। এতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে খড়ি। নেই চিমনির সঠিক মাপ, নেই পরিবেশের ছাড়পত্র। ফলে পথে বসার উপক্রম অনেক কৃষকের।

এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান ইটভাটার দায়িত্বশীলরা। আবার কেউ স্বীকার করেছেন, ভাটা পরিচালনায় নয়ছয়ের বিষয়টি। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তৎপরতা চালানোর কথা জানান পরিবেশ অধিদফতরের উপপরিচালক মাহমুদা পারভীন।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো বন্ধে চলছে অভিযান।

জেলায় বৈধ ইটভাটা রয়েছে ১৪০টি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি ইটভাটা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে