তানোরে পূর্ব শত্রুতার জেরে ধান ভাঙ্গানো মিলে হামলা ও ভাংচুর

প্রকাশিত: মে ১৭, ২০২২; সময়: ৩:২৫ অপরাহ্ণ |
তানোরে পূর্ব শত্রুতার জেরে ধান ভাঙ্গানো মিলে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে ধান ভাঙ্গানো মিলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই মিলের মালিক আব্দুর রহমান বাদি হয়ে ৩ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কচুয়া গ্রামের (সৌদি প্রবাসী) রিয়াজ উদ্দীনের পরিবারের সাথে একই গ্রামের মৃত সামান আলীর পুত্র আব্দুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

এরই সূত্র ধরে গত ৬ ই মে /২০২২ ইং তারিখে সন্ধ্যা ৭টার দিকে রিয়াজ উদ্দীনের স্ত্রী পারভিন বিবি মুন্ডমালা ও কেন্দুয়া গ্রাম থেকে লোক এনে হাসুয়া, লোহার রড়, ও লাটি সোটাসহ আব্দুর রহমানের রাইস মিলে হামলা ও ভাংচুর চালায়।

এসময় বাধা দিতে গেলে পারভিনের ভাড়া করা লোকজন দেশীয় অস্ত্র হাতে আব্দুর রহমানকে তাড়া করে এবং রাইস মিলের টিনের বেড়া ও ছাউনির টিন ভাংচুর পরে। গ্রামবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় আব্দুর রহমান বাদি হয়ে সৌদি প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী পারভিন বিবিসহ ৩ জনকে আসামী করে গত ১৫ ই মে/ ২০২২ ইং তারিখে তানোর খানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে প্রবাসী রিয়াজ উদ্দীনের স্ত্রী পারভিন বিবি বলেন, তারা নিজেরাই তাদের মিলের টিনের বেড়া ও ছাউনির টিন ভাংচুর করে আমাদেরকে ফাসানোর চেষ্টা করছেন জানিয়ে তিনি এসব বিষয়ে সাংবাদিকদের সাথে কথা রাজি না বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে