চারঘাটে ডিবি’র অভিযানে মাদকসহ বিক্রির লক্ষাধিক টাকা উদ্ধার

প্রকাশিত: মে ১৫, ২০২২; সময়: ৭:০৪ অপরাহ্ণ |
চারঘাটে ডিবি’র অভিযানে মাদকসহ বিক্রির লক্ষাধিক টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : চারঘাট উপজেলার মুক্তারপুর আন্ধারিপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম বড়িয়ালের ছেলে মাদক সম্রাট মো: লালন হোসেন (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির ১ লক্ষ ৮৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার দুপুর ৩ টার দিকে আভিযান চালিয়ে মাদকসহ লক্ষাধিক টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তির দিক নির্দেশনায় জেলা ডিবির ওসি তদন্ত রুহুল আমিনসহ ডিবি পুলিশের একটি টিম চারঘাট মুক্তারপুর আন্ধারিপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম বড়িয়ালের ছেলে মাদক সম্রাট মো লালন হোসেনের বাড়িতে একটি বড় মাদকের চালান বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালায় ডিবি পুলিশের টিম।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লালন ও তার স্ত্রী আশা খাতুন বাড়ি থেকে মাদকের একটি বস্তা নিয়ে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ তার বাড়ি তল্লাসি করে লালনের সোবার ঘর থেকে ৪ পিচ ফেনসিডিল ও মাদক বিক্রির ১ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করে। মাদক সম্রাট লালনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িতো।

এ ঘটনায় লালন ও তার স্ত্রী আশা খাতুন কে পলাতক আসামী করে চারঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে জেলা ডিবির মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে