গোদাগাড়ীতে বিপুল পরিমান সয়াবিন তেল জব্দ
প্রকাশিত: মে ১০, ২০২২; সময়: ৯:০৭ pm |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুরে একটি গোডাউনে অভিযান চালিয়ে ১০১ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিদিরপুর গ্রামের ব্যবসায়ী ইউসুফ আলীর মাঠের মধ্যে একটি গোডাউনে মজুদকৃত তেল উদ্ধারের অভিযান চালানো হয়। এ সময় ওই গোডাউন ১০১ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়। যেখানে ২০ হাজার ৬০৪ লিটার সয়াবিন রয়েছে। এই তেলগুলো জব্দ করে গোডাউন সীল করে দেয়া হয়।
এর পর বিদিরপুর বাজারে আরো একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।