রাজশাহীতে আইইবি ৭৪তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক : প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ মে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির কেন্দ্র চত্ত্বরে এই দিন সকালে কেন্দ্রের চেয়ারম্যান জাতীয় পতাকা ও সম্মানী সম্পাদক আইইবি পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে কেন্দ্র হতে একটি র্যালী গ্রেটার রোড দিয়ে কেন্দ্রের চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌ: আবুল বাসার, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক) অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ আব্দুল আলীম, সম্মানী সম্পাদক প্রকৌঃ মোঃ নিজামুল হক সরকার, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, রাজশাহী থেকে সভাপতি প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিক রহমান, প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. প্রকৌঃ এন.এইচ.এম. কামরুজ্জামান সরকার।
এছাড়াও অধ্যাপক ড. প্রকৌঃ নিরেন্দ্রনাথ মুস্তাফি, প্রকৌঃ মোঃ ফিরোজ হোসেন, প্রকৌঃ মোঃ তারেক মোশাররফ, প্রকৌঃ মোহাম্মদ আব্দুস সাত্তার, অধ্যাপক ড. প্রকৌঃ মোঃ নজরুল ইসলাম মন্ডল, প্রকৌঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রকৌঃ মোঃ নাজমুল হুদা, প্রকৌঃ সৈকত দাশ, প্রকৌঃ শোয়াইব মুহাম্মদ শাইখ, প্রকৌঃ মোঃ শাহীনুল ইসলাম, প্রকৌঃ মোঃ আজিজুর রহমান সহ শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।