রাজশাহীতে শিশুদের মাঝে লফস পরিবারের ঈদ উপহার বিতরন
প্রকাশিত: মে ১, ২০২২; সময়: ৩:২১ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় মানবিক কর্মসূচীর আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও স্ক্যান বাংলাদেশ এর সহযোগিতায় পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার (সেমাই) বিতরণ করা হয়েছে।
রবিবার(১ মে) সকালে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,সংস্থার নির্বাহী পরিচালক শাহানাজ পারভিন, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, সমন্ধয়কারী চাম্পা খাতুন, প্রোগ্রাম অফিসার মেহেদি হাসান, অফিস সহকারি টুম্পা পাল প্রমূখ।
সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে নির্বাহী পরিচালক বলেন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠিকে ঈদ উপহার তুলে দিতে পেরে ভালো লাগছে। তিনি অসহায় দরিদ্র জনগোষ্ঠির পাশে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সহযোগিতার আহবান জানান।