বাগমারায় গরীব দু:খী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২; সময়: ১১:১৩ pm |
খবর > রাজশাহী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাগমারায় জীবন উন্নয়ন ফাউন্ডেশন (জীবন) এর উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল সাগে ১১ টার দিকে অসচ্ছল, হতদরিদ্র ও গরীব দু:খী মানুষদের মাঝে লাচ্চঅ, সেমাই, চিনি, কিসমিস, খেজুরসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
পপি রানীর সভাপতিত্বে লাচ্চা, সেমাই বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক গোপাল মহন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিভা সমাজ কল্যান সংস্থার পরিচালক মোহাম্মদ চনচল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার সহকারী পরিচালক ঝরনা রানী, কার্যকরি কমিটির সদস্য আফরোজা খাতুন, ইতি রানী প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অসহায়, হতদরিদ্র ও গরীব দু:খী মানুষের মাঝে ঈদ সামগ্রী লাচ্চা, সেমাইসহ বিভিন্ন জিনিস বিতরন করা হয়।