রাজশাহীতে ৫ কেজি গাঁজাসহ মাদক সম্রাট টাকলা মিলন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চুরি, ছিনতাই, মাদকসহ ৮ মামলার আসামী মাদক সম্রাট মিলন অরোফে টাকলা মিলন (৪০) ও তার সহযোগি আকাশ (২৫) কে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে তালায়মাড়ি মোড় থেকে তাদের মাদকসহ হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। এ তথ্য নিশ্চিৎ করেছে র্যাব-৫ সদর দপ্তর।
জানান গেছে, দেশট্রোভেল বাসে করে ঢাকা থেকে ৫ কেজি গাঁজা নিয়ে রাজশাহীতে আসছিলেন বেলপুকুর জামিরা এলাকার আকাশ। সেই মাদকটি নিয়ে তালায়মাড়ি এলাকায় আগে থেকে অবস্থান করছিলেন মতিহার থানার মির্জাপুর পূর্বপাড়া এলাকার হাসান আলীর ছেলে মিলন (৪০)।
এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ একটি টিম তালায়মাড়ি নর্দান বিশ^বিদ্যালয় মোড়ে অভিযান চালায়। এসময় দেশট্রেভেলস বাস থেকে ৫ কেজি গাঁজা নিয়ে নামলে আকাশ ও মিলনকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় তাদের দুই জনের নামে মাদক মামলা দায়ের করে আরএমপি বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে।
জানান গেছে, মিলন বিএনপি নেতা। সে আরএমপি মতিহার মির্জাপুর এলাকায় কাউন্সিলর নির্বাচন করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মাদকসহ ৮ টি মামলা রয়েছে। তার সহযোগি আরএমপি বেলপুকুর জামিরা গ্রামের আকাশের বিরুদ্ধেও রয়েছে একাধিক মাদক মামলা। গ্রেপ্তারের পরে র্যবের কাছে তারা র্দীঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।