মুন্ডুমালায় মাদরাসার নতুন ভবন হস্তান্তর ও ইফতার মাহফিল
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২২; সময়: ১০:২৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : রাজশাহী মুন্ডুমালা পৌর এলাকায় তালুকপাড়া দারু সালাম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার নতুন ভবনে হস্তান্তর ও এফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মাদরাসায় গিয়ে প্রধান অতিথি থেকে নতুন ভবনের স্থান্তর এর উদ্ধোধন করেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।
পরে এফতার ও দোয়া মাহফিলে মুন্ডুমালা কামিল মাদরাসার মহদেশ মাওলানা আব্দুল হামিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাদরাসার সভাপতি আলহাজ একরামুল হক, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বুলবুল, অবসার প্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলামসহ এলাকার এক হাজারের অধিক মুসল্লি এফতারে অংশ নেন।