গত ৩ মাসে শিয়ালের কামড়ে আহত হয়েছে ৭
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২; সময়: ৯:৪৯ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক,বাঘা : চলতি বছরের গত ৩মাসে শিয়ালের কামড়ে আহত হয়েছেন এক শিশুসহ ৭জন। গত ১৪ এপ্রিল (বৃহতপতিবার) বিকেল সাড়ে ৫টায় শিয়ালের ছোবল থেকে ছাগল বাাঁচাতে গিয়ে শিয়ালের কামড়ে মালিক নিজেই আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মাজেদ আলী বাঘা পৌর সভার সাত নম্বর ওয়ার্ডের বাজুবাঘা গ্রামের বাসিন্দা।
আহত মাজেদ আলী জানান,বাড়ির পাশের ফাঁকা জায়গায় ছাগলটি বাঁধা ছিল। ওইদিন বিকেলে ছাগটিকে কামড়াচ্ছিল একটি শিয়াল। তা দেখে ছাগলকে উদ্ধার করতে যান। এ সময় শিয়ালটি তার ডান হাতে ও পায়ে কামড় দিয়ে গুরুতর জখম করে।
জরুরি বিভাগের চিকিৎসক রাকেশ পান্ডে জানান,পাগলা শিয়াল সন্দেহে আহত মাজেদ আলীকে এন্টি র্যাবিস ভ্যাকসিন সহ চিকিৎসা দওয়া হয়েছে।