রাজশাহীর পল্লী সমাজের উদ্যোগে পুরুষ ও বালকদের নিয়ে কনসালটেশন
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৯:০৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার সেলপ কর্মসূচির আওতায় কেশরহাট পৌরসভার ১৪ নং গোপইল পল্লী সমাজের উদ্যোগে পুরুষ ও যুবকদের সম্পৃক্ত করে ম্যান এন্ড বয়েজ কনসালটেশন অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় এলাকার ১৭ জন সদস্যদের নিয়ে এ কনসালটেশন করা হয়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, পরিবারে দৈনন্দিন কাজে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্র নারীর অংশগ্রহন বৃদ্ধি, পরিবারের সম্পদ ব্যবস্থাপনায় নারীদের যুক্ত করা এবং বড় ধরনের কেনাকাটায় নারীদের অংশগ্রহন বৃদ্ধি করায় এ কনসালটেশনের উদ্দেশ্য।
উক্ত কনসালটেশনে উপস্থিত ছিলেন, ডিএম (সেলপ) ত্রিদীপ চন্দ্র গোলদার, ডেপুটি ম্যানেজার (সিই) মোঃ আজাদ রহমান, মোহনপুর অ্যাসোসিয়েট অফিসার (সেলপ) রোজিনা আক্তার, সার্বিকভাবে সহযোগিতা করেন পল্লী সমাজের সভাপ্রধান ঝর্না বেগম।