বাঘায় শিয়ালের কামড়ে ২ বছরের শিশুসহ আহত ৫

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
বাঘায় শিয়ালের কামড়ে ২ বছরের শিশুসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় শিয়ালের কামড়ে ২ বছরের শিশুসহ ৫জন আহত হয়েছে। সোমবার বিকেল পৌণে ৫টায় উপজেলার পদ্মার চরের পলাশিফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন,পলাশিফতেপুর গ্রামের তফিল উদ্দীন (৩৫) এর ছেলে বাদশা আলী,নজরুল ইসলামের ছেলে পলাশ (২১), মহরম আলীর ২ বছরের শিশু মহিম, সরেরহাট গ্রামের রহিম উদ্দীনের ছেলে রুবেল আলী (২৬) ও লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন (৩০)। আহতরা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বর মোস্তাফিজুর রহমান শিশির জানান, আহতরা ওই গ্রামে ঘোরাফেরা করছিল। এ সময় একটি শিয়াল তাদের তাড়া করে পর্যায়ক্রমে কামড় দেয়। এতে তারা আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাশেদ আহমেদ জানান,পাগলা শিয়ালের কামড়ের সন্দেহে তাদের প্রত্যেককেই এন্টি ব্যাবিস ভ্যাকসিন (এআরভি) দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে