তানোরে ৪ কেজি গাঁজাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৮:০২ অপরাহ্ণ |
তানোরে ৪ কেজি গাঁজাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৪ কেজি গাঁজাসহ এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী ব্যবসায়ীর নাম জোসনা বেগম (২২)। সে মুন্ডমালা পৌর এলাকার সরদার পাড়া গ্রামের মিলনের স্ত্রী।

এঘটনায় মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম বাদি হয়ে ২ জনকে আসামী করে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মুন্ডমালা পৌর এলাকার সরদার পাড়া গ্রামের মিলন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলো।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নজরুল ইসলাম ও এএসআই সাহাজুল ইসলাম সংগীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী মিলনের বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভিতরে মাটি গর্ত করে পুতে রাখা ৩ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় মিলনের স্ত্রী জোসনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে, মিলন বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, পলাতক মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে