রাজশাহীতে মাটির নিচে মিললো ৪ কেজি গাঁজা

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৫:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে মাটির নিচে মিললো ৪ কেজি গাঁজা

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি : পুলিশের কাছে তথ্য ছিল এক বাড়ি প্রায় ৫ কেজি গাঁজা আছে। সেই তথ্য অনুযায়ী সোমবার সকাল ৯টা সময় তল্লাশির জন্য বাড়িটি ঘিরে ফেলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে এক ডজন পুলিশ। পুরোবাড়ি তল্লাশি চালিয়ে কোথাও পাওয়া যাচ্ছিলনা গাঁজার সন্ধান।

এ ফাঁকেই সটকে পড়ে বাড়ি মালিক গাঁজা ব্যবসায়ী মিলন আলী (৩২)। আট করা হয় স্ত্রী জোসনা খাতুন (২২)কে। পুলিশের জেরার মুখে স্বীকার করেন। বলেন শোয়ার ঘরে বারান্দায় গর্ত করে রাখা আছে। অবশেষে সেই গর্ত খুড়ে বের করে আনা হলো বড় বালটিতে পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা। আটক করা হয় জোসনা খাতুনকে।

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকার পাড়া গ্রামে থেকে বকুল সরকার ছেলে মিলনের বাড়ি মিললো এমন গাঁজা।খবর পেয়ে ঘটনা স্থালে সোমবার দুপুরেই আসেন সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামান ও তানোর থানার ওসি রাকিবুল হাসান। তাদের সামনে ওজন করা হয় গাঁজা।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাসুদ রানা বলেন, এসআই নজরুল ও এএসআই সাহাজুল গোপনে জানতে পারে মিলনের বাড়িতে গাঁজার একটি বড় চালান এসেছে। সেই অনুযায়ী তারা তথ্য সংগ্রহ করতে থাকেন। সঠিক তথ্য পেয়ে বাড়িটি তল্লাশী শুরু করেন তারা। অবশেষে মাটির নিচে হতে তিন কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী মিলন পলাতক থাকলে তার নামেও মামলা হয়েছে এবং স্ত্রী জোসনা খাতুনকে আটক দেখানো হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে