আরএমপি কর্ণহার থানার অভিযানে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৪:৪৪ অপরাহ্ণ |
আরএমপি কর্ণহার থানার অভিযানে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আরএমপি কর্ণহার থানা পুলিশের অভিযানে চেতনানাশক জুস খাইয়ে মোবাইল ফোন ও ব্যাটারী চালিত ভ্যান ছিনতাইকারি অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানিয়েছেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন। সোমবার অজ্ঞান পার্টির দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনা সূত্রে ও পুলিশ জানান, মোঃ শহিদুল ইসলাম নামের এক ভ্যান চালক কে অজ্ঞান পার্টির সদস্যরা গত ২১/১২/২০২১ তারিখ অপহরেণের আগে চেতনানাশক দ্রব্য জুসের সাথে মিশে খাওয়ালে সে অজ্ঞান হয়ে যায়। পরে তার কাছে থাকা মোবাইল ফোন ও ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় গত ২২/১২/২০২১ ইং তারিখ শহিদুল ইসলাম থানায় এটি জিডি করেন। জিডি তদন্তকালে উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) সার্বিক দিক নির্দেশনা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে দীর্ঘ প্রচেষ্টায় কর্ণহার থানা পুলিশ ঘটনায় জড়িত অজ্ঞান পার্টির সদস্য ১। মোঃ রবিউল ইসলাম @ রুবেল মোল্লা (৪০) কে রাজশাহী শহর ও মোঃ রফিক (৬৫) কে পুঠিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামীরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং পলাতক অপর আসামী মোঃ আল-আমিন (৩৪) কে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে