রাজশাহীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ৪:০৫ অপরাহ্ণ |
রাজশাহীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) নগরীর একটি হোটেলে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ইডব্লিউএস এর আওতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকা, শান্তির সংস্কৃতি নির্মাণে তরুণদের ভূমিকা, ফেইসবুকে ধর্মীয় উস্কানিমূলক তথ্য যাচাই ও সঠিক তথ্য প্রচারে তরুণদের সম্প্রদায়ের ভূমিকা, কমিউনিটি পর্যায়ে নিজ উদ্যোগে ধর্মীয় যেকোন ভুল বোঝাবুঝি ও সংঘাত নিরসণে আন্তঃধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সংলাপে বক্তব্য তুলে ধরেন দি এশিয়া ফাউন্ডেশনের মডারেটর কনভেনর লিড পিসকিপার প্রদ্যুৎ কুমার সরকার, সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা সুলতানা, পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার, ইসলামিক ফাউন্ডেশনের একেএস মুস্তাফিজুর রহমান প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে