রাজশাহীর করোনা ইউনিটে এক দিনে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২; সময়: ২:৪০ অপরাহ্ণ |
রাজশাহীর করোনা ইউনিটে এক দিনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এর মধ্যে একজন করোনায় এবং দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। যাদের একজন নারী ও দুইজন পুরুষ। এদের তিনজনের বাড়িই রাজশাহী জেলায়। এই তিনজনের একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে এবং দুজন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন সাতজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ছয়জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী চিকিৎসাধীন ছিলেন ৫১ জন।

বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৩ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার ৪ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন, জয়পুরহাটের একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, রোববার জেলার ৩৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২২২ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণের হার ৬০ দশমিক ৪৯ শতাংশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে