রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেঁকে বসেছে শীত

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২; সময়: ৮:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জেঁকে বসেছে শীত

নিজস্ব প্রতিবেদক : মাঘ মাসে শীত জেঁকে বসবে এটাই স্বাভাবিক; কিন্তু রোববার রাজশাহীর শীতের আবহটা একটু ভিন্নই দেখা গেল। সকাল থেকে রাজশাহীতে দেখা গেছে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এই বৃষ্টি নিমেষেই শরীর ভিজিয়ে দেওয়ার মতো না হলেও এর প্রভাবে দিনভর দেখা যায়নি সূর্যের মুখ।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রোববার সকাল থেকেই রাজশাহীতে এমন আবহাওয়া দেখা দেয়। দুপুর ২টা পর্যন্ত শূন্য দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রোববার ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ২টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত বৃহস্পতিবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হলেও পরদিনই তা কেটে যায়। তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টি এবং মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ায় চারদিক অন্ধকার হয়ে যায়।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, মেঘ-বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেছে। ফলে শীত অনুভূত হচ্ছে বেশি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে