আরএমপির বোয়ালিয়া থানার নতুন ওসি মাজহারুলের যোগদান
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ৭:০১ pm |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মাজহারুল ইসলাম। শনিবার তিনি যোগদান করেন। এর আগে গত ১৩ জানুয়ারি ওসি নিবারণ চন্দ্র বর্মণকে বদলি করা হয় এপিবিএনে বদলি করা হয়।
আরএমপি বোয়ালিয়া মডেল থানার নয়া ওসি মাজহারুল ইসলাম ১৯৯৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন পুলিশ বাহিনীতে। বোয়ালিয়া থানায় যোগদানের আগে তিনি আরএমপি রাজপাড়া থানার ওসি ছিলেন। ইন্সপেক্টর মাজহারুল ইসলাম দামকুড়া থানা, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, পত্নীতলা থানা, ধামুরহাট থানা সহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।