রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হারে রেকর্ড

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ৫:৫৮ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হারে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩৮ জনের। শনাক্তের হার ৩৬ দশমিক ৩০। করোনা মহামারি শুরুর পর শনাক্তের হারে রাজশাহী বিভাগে এটি রেকর্ড।

শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এই সময় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় তিন গুণ পর্যন্ত কমেছে। তিন জেলার নমুনা পরীক্ষা হয়নি। গত বছর জুলাইয়ে একবার শনাক্তের হার হয়েছিল ৩০।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন আক্রান্ত ১৫৯ জনের মধ্যে বগুড়াতে সর্বোচ্চ ১০৭ জন। এ ছাড়া রাজশাহীতে ২৯, সিরাজগঞ্জে ১৬, চাঁপাইনবাবগঞ্জে ৫ ও নওগাঁয় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন পাবনা, নাটোর ও জয়পুরহাটে করোনার নমুনা পরীক্ষা করা হয়নি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার জানিয়েছেন, শুক্রবার ছুটির দিন থাকায় করোনার পরীক্ষা কম হয়েছে।

এদিকে, স্বাস্থ্য বিধি না মানায় রাজশাহী জেলাতে মোট ১৩ টি ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান টিম কাজ করছে। তবে রাজশাহী নগরীতে একজন ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হওয়ায় এখন ১২ জন কাজ করছে।

রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা জানান, আজ পর্যন্ত ৯ টি উপজেলা ও রাজশাহী নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান টিম পরিচালনা করে মোট ২৪ জনকে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে