রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২; সময়: ১:১০ অপরাহ্ণ |
রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা।শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা জানান,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান। ৩টি কোর্সের পরীক্ষা বাকী থাকতেই কর্তৃপক্ষ স্থগিত করেছে। এতে সেশন জট তৈরী হবে।

তাদের দাবি, স্থগিতাদেশ তুলে নিয়ে দ্রুত পরীক্ষা চালু করা হোক। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জিরো পয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সুমাইয়া জানায়, স্বাস্থবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগে করোনার কারনে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আমরা চাইনা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে আর এইভাবে হয়রানি করুক। যেভাবে রুটিন করা হয়েছিল সেই অনুযায়ী আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর একজন শিক্ষার্থী মাসুদ জানায়, আমাদের দাবি একটাই স্বাস্থবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো দিতে চাই। আমাদের আর তিনটা পরীক্ষা আছে এই সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু যেমন খোলা আছে সুতরাং আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক। আমরা আর এইভাবে বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চাইনা।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে