পুঠিয়া পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৯:০৬ pm |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকেল ৩ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় পৌর বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌরসভার মেয়র আল-মামুন খান। এ সময় পুঠিয়া পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।