দুর্গাপুরে পাঁচ শতাধিক মানুষ পেলেন কম্বল

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৮:৩৬ অপরাহ্ণ |
দুর্গাপুরে পাঁচ শতাধিক মানুষ পেলেন কম্বল

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত নারী-পুরুষ ও শিশুদের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল নিতে আসা ৬২ বছরের আয়েশা বেগম নামের এক নারী বলেন, করোনার সময় আমারেক খাবার দিছে। এবারও তারা কম্বল দিলো। আমরা এই শীতে খুব কষ্টে ছিনু, আমারেক কেউ দেখে না। উপজেলার স্যারেরা কম্বলখান দিয়া আমার খুব উপকার করল। আল্লাহ তাদের ভালো রাখুক।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন প্রমূখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে