নওহাটায় হিজড়া জনগোষ্ঠিকে সহযোগিতায় উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
নওহাটায় হিজড়া জনগোষ্ঠিকে সহযোগিতায় উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটায় হিজড়া জনগোষ্ঠির মানবাধিকার ও আইনের সেবায় ন্যায্য বিচার পেতে সহযোগিতা প্রদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার স্টেক হোল্ডারদের সাথে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের বাস্তবায়নে ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট’র এলইজিডি প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। সমন্বয়ক আখতারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম মোস্তফা, লাইট হাউজ রাজশাহী ম্যানেজার কবিরুল ইসলাম,

এনজিও প্রতিনিধি রহিমা বেগম ও মনোয়ারা ইয়াসমিন, বস্তি উন্নয়ন কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, পবা থানা এ এসআই হিমাংশু কুমার সাহা।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে