বাঘায় মাটি ফেলে রাস্তা নষ্ট, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২; সময়: ৮:১০ অপরাহ্ণ |
বাঘায় মাটি ফেলে রাস্তা নষ্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক,বাঘা : বাঘায়, বলিহার গ্রামে পুকুর খননের মাটি টাক্টরে পরিবহন করছিলেন ট্রাক্টর চালক আবির হোসেন। বলিহার সড়ক দিয়ে প্রতিনিয়ত মাটি পরিবহন করতেন তিনি। এর ফলে ট্রাক্টরে বহন করা মাটি পড়ে রাস্তা নষ্ট হচ্ছিল। বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

বুধবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় বলিহার এলাকায় অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা । এ সময় মাটি ফেলে রাস্তা নষ্ট করার দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ তে ওই চালকের ৫০,০০০ টাকা জরিমানা করেন নির্বাহি অফিসার। নির্দেশ মেনে জরিমানার টাকা দিলেন ট্রাক্টর চালক আবির হোসেন। সে উপজেলার কলিগ্রামের আলমগীর হোসেনের ছেলে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে