রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের ছিনতাইয়ের চেষ্টা

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফের ছিনতাইয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রাবি : আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের নিকট থেকে ছিনতাই চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাত আনুমানিক আটটার দিকে রিকশাযাত্রী এক ছাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ছিনতাই চেষ্টার শিকার শিক্ষার্থী হলো রাবির ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের (আইবিএ) সান্ধ্যকালীন কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী স্বর্ণা।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু ফাহিম আহমেদ, আইবিএ সান্ধ্যকালীন ব্যাচের শিক্ষার্থী, বলেন, তিনি ও তার বান্ধবী কাজলা থেকে একটা কাজ সেরে রিকশাযোগে বিনোদপুরে যাচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি পৌছালে নাম্বার বিহীন হর্নেট মোটরসাইকেলে হেলমেট বিহীন দুইজন ছিনতাইকারী এসে রিক্সায় বসা তার বান্ধবীর ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে।

ব্যাগ নিয়ে টানাটানি ও হাতাহাতির এক পর্যায়ে ব্যর্থ হয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় আশেপাশে থাকা মানুষজন তাদের উদ্দেশ্যে হৈচৈ করলেও প্রত্যক্ষভাবে সাহায্যার্থে এগিয়ে আসেনি কেউ। ঐসময় উপস্থিত থাকা অন্য মোটরসাইকেল যাত্রীরা ইচ্ছা করলে ছিনতাইকারীদের ধরতে পারতেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু মতিহার থানায় বিস্তারিত জানানোর কথা বললেও এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিষয়টা তিনি জানতে পেরেছেন,কিন্তু কোনো অভিযোগ পাননি।এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মোঃ লিয়াকত আলী বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে