লফসের আয়োজনে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি স্থাপনে উঠান বৈঠক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
লফসের আয়োজনে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি স্থাপনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক : লফসের আয়োজনে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি স্থাপনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৬ জানুয়ায়ী বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার লফস এর আয়োজনে দাতা সংস্থা দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে বাধা ও বৈষম্য নিরসনে এ্যাডভোকেসী প্রকল্প এর আওতায় সংস্থার ঘোড়ামারাস্থ কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে হরিজন সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতি স্থাপনে বাধা ও বৈষম্য বিষয়ে মুক্ত আলোচনা হয়। উঠান বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মোঃ মোশারফ হোসেন।

উত্থাপিত প্রবন্ধ বিষয়ে আলাচনা করেন জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহিনুল হক মুন। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

উঠান বৈঠকে হরিজন সম্প্রদায়ের সাথে বিভিন্ন ধর্মের জনসাধারনের সাথে মুক্তভাবে আলোচনা হয় এবং তাদের বিভিন্ন বৈষম্যগুলো চিহ্নিত করণ করা হয়। উঠান বৈঠকে উপস্থিত সকলকে করোনা সচেতনতা উপকরণ প্রদান করা হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে