রাজশাহীতে মোটর সাইকেলসহ চোর গ্রেপ্তার
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২; সময়: ৩:২৮ pm |
খবর > রাজশাহী / শীর্ষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মোটর সাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য মতে, অজ্ঞাতনামা চোরেরা এই কাজটি করে।
পরে মতিহার থানা ও মির্জাপুর পুলিশ ফাঁড়ির টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় নগরীর তালাইমারী বাঁধ বালুর ঘাট থেকে মোটর সাইকেলসহ ২ চোরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মতিহার থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।