তানোরে প্রান্তিক কৃষকদের কারীতাসের সবজি বীজ ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
তানোরে প্রান্তিক কৃষকদের কারীতাসের সবজি বীজ ও আর্থিক সহায়তা প্রদান

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা কারীতাসের সাফবিন প্রকল্পের উদ্যোগে প্রকল্পভুক্ত পাঁচন্দর ইউপির ৯টি গ্রামের ৪শ’৫জন প্রান্তিক কৃষককে শীতকালীন বিভিন্ন সবজি বীজ ও ১শ২৫ জন কৃষককে রবি মৌসুমের জন্য গম, শরিষা ও মশুর বীজ এবং করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্থ্য ৮৯ জন কৃষককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এসব সবজি বীজ ও আর্থিক সহায়তা প্রদান সম্পূর্ন করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে অফিস চত্বরে গ্রুপ ভিত্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও আর্থিক সহায়তা প্রদান করা শুরু হয়।

কারীতাস সাফবিন প্রকল্পের রাজশাহী জেলা কর্মকর্তা আমিনুল হক বলেন, বিনা মুল্যে ৪শ’৫জনকে লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, মুলা ও গাজরের বীজ ও ৪০জনকে ৪শ’ কেজি গম, ৬৮জনকে ৮২ কেজি শরিষা ও ১৭ জনকে ৭২ কেজি মসুর ডালের বীজ প্রদান করা হয়েছে।

অপর দিকে মহামারী করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্থ্য ৭৫জনকে ২হাজার ২শ’ ৫০ টাকা করে এবং পেশা ভিত্তিক ১৪ জনকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে