চারঘাটে শহর সমন্বয় কমিটির গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১; সময়: ৫:১৯ অপরাহ্ণ |
চারঘাটে শহর সমন্বয় কমিটির গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) আয়োজনে এবং চারঘাট পৌরসভার সহযোগিতায় রাজশাহীর চারঘাটে দিনব্যাপী শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় পৌরসভা হলরুমে পৌর মেয়র একরামুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন প্রকল্পের অখিল রঞ্জন বিশ্বাস রিজিওয়ানাল কো-অডিনেটর বগুড়া।এই সময় আরো বক্তব্য দেন প্রকল্প আব্দুল মান্নান, পৌর সচিব মোহাম্মদ রবিউল হক, পৌর কাউন্সিলর আজাদ আলী, জাহাঙ্গীর হোসেন,মহিলা কাউন্সিলর তামিয়ননেছা।

এছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজা খাতুনসহ এনজিও প্রতিনিধি, সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবি প্রতিনিধি, নগর দরিদ্র জনগোষ্ঠির প্রতিনিধি ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ ( টিএলসিসি ) সদস্যবৃন্দ।

প্রকল্প প্রশিক্ষণকারী অখিল বলেন, এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ আপনারা স্থানীয় বাসিন্দা এই নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের কাজ দেখভাল বা দায়িত্ব আপনারা। আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে