বাগমারার বাসুপাড়া ইউপিতে ইএএলজি প্রকল্পের আওতায় গণশুনানি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১; সময়: ৪:৫৬ অপরাহ্ণ |
বাগমারার বাসুপাড়া ইউপিতে ইএএলজি প্রকল্পের আওতায় গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় বাসুপাড়া ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মন্ডলের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়। পরীক্ষামূলক গণশুনানিতে চেয়ারম্যান স্থানীয় জনগণের সমস্যা সরাসরি শুনেন এবং তার সমাধান প্রদান করেন। সেই সাথে যে সমস্যাগুলো স্বল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব না সেই সমস্যা সমূহ ধারাবাহিক ভাবে সমাধান করার প্রতিশ্রুতি দেয়া হয়।

ইউপি সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিস্তর আলোচনা করেন ইএএলজি প্রকল্প রাজশাহীর ডিএফ আবু হেনা মস্তফা কামাল। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান নিয়মিত হলে স্থানীয় জনগণ আরো বেশি পরিষদ মুখী হবে। এদিকে স্থানীয় জনগণ এ ধরনের গণশুনানির উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মতলেবুর রহমান, ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে