রাজশাহীতে উবারের ৫ ম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১; সময়: ৬:৩৫ অপরাহ্ণ |
রাজশাহীতে উবারের ৫ ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : মার্কিন অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার বাংলাদেশে কার্যক্রম শুরুর পাঁচ বছর পূর্ণ করল। এ উপলক্ষে ছোটবোনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়) এ অবস্থিত উবারের রাজশাহী কার্যালয়ে কর্মকর্তা ও চালকলা কেককাটার মধ্যে দিয়ে উবারের ৫ম বর্ষপূর্তি উদযাপন করেন।

এ সময় কর্মকর্তারা বলেন, কর্মব্যস্ত শহরে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ এবং আরামদায়ক করে তুলতে ২০১৬ সালের ২২ নভেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়া শুরু করে উবার। অল্পদিনেই অ্যাপভিত্তিক ডিজিটাল এই পরিবহন সেবা ব্যাপক জনপ্রিয়তা পায়।

তারা বলেন, উবার এমন একটি প্ল্যাটফর্ম যা সুবিধাজনক, সাশ্রয়ী ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি চালকদের সুবিধাজনক উপায়ে উপার্জন করার সুযোগ করে দেয়। আর তাই এই বর্ষপূর্তি আমাদের মনে করিয়ে দেয় আমাদের দেশে উবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

দেশের মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রযুক্তিগত উদ্ভাবন ও নতুন নতুন সার্ভিস আনার নিরবচ্ছিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের অর্থনীতির চাকা আবারও সচল করতে উবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই বর্ষপূর্তিতে ক্রমাগত সমর্থন ও আস্থার জন্য চালক ও যাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই তারা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে