মোহনপুরে রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১; সময়: ৭:৫৪ অপরাহ্ণ |
মোহনপুরে রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : ২৮ নভেম্বর মোহনপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন। সাধারন নির্বাচন-২০২১ সুষ্ঠভাবে ভোট গ্রহনের উপজেলা রিটানিং কর্মকর্তার পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলার ধূরইল,ঘাসিগ্রাম, রায়ঘাটি, মৌগাছী,বাকশিমইল,জাহানাবাদ ৬টি ইউনিয়নে ৫৮ জন প্রিজাডিং অফিসার, ৭০৬ জন সহকারী প্রিজাডিং অফিসার, ৩৫৩ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

ছাড়া নির্বাচনের দিন ভোট কেন্দ্রেগুলোতে ভোটাররা যাতে নিবিঘ্নে ভোটদান নিশ্চিত করতে আইন- শৃঙ্খলা বাহিনী খুব গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। প্রতিটি সাধারন কেন্দ্রে আনসার,পুলিশ গুরুত্বপূর্ণ কেন্দ্রে- ২১ জন এছাড়া আর্মস পুলিশ মোতায়েন থাকবে।

৬টি ইউনিয়নে ঝঁকিপূর্ণ ভোট কেন্দ্র- ১৬ অধিক ঝুঁকিপূর্ণ-১৬ প্রতিটি পেট্রোল টিম স্ট্রাইকিং ফোর্স সাথে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে বিজিবি, দায়িত্ব পালন করবে। এছাড়া মাঠে টহলে থাকবে র‌্যাব। মোবাইল কোর্ট দায়িত্বে থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রট ।

এ ছাড়া গত ২৭ নভেম্বর মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী মোটসাইকেলসহ ইঞ্জিন চালিত যানবাহনে নিষেধাঙ্গা বলবৎ থাকবে। উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন বলেন, সুষ্ঠ অবাধ নির্বাচন পরিচালনায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে