রাবিতে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১; সময়: ২:১৮ অপরাহ্ণ |
রাবিতে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

পরীক্ষা কেন্দ্র করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিভাগে একই সময়ে বেলা ১১ টায় ভর্তি শুরু হয়ে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬০০ জন অংশ নিচ্ছে। দেশের বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবক।

ইতিমধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণসহ টিকা নেয়ার সাপেক্ষে গত ১৭ অক্টোবর থেকে আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ক্লাস এবং হলে থাকার বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

ক্যাম্পাসে, হলে বা ক্লাসে অবস্থানকালীন সময়ে সকলকে নাক-মুখ ঢেকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সরকার নির্দেশিত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করতে হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে