আরএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তুহিন

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১; সময়: ৬:৩৯ অপরাহ্ণ |
আরএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তুহিন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন। বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ২০২১ সালের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম ,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সর্বোত্তম প্রশংসনীয় কাজের জন্য শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মতিহার থানার ওসি মোঃ আনোয়ার আলী তুহীন নির্বাচিত হয়।

আরএমপি মিডিয়া মুখপাত্র রুহুল কুদ্দুস জানান, ভাল ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য, মাদক মামলা, ওয়ারেন্ট তামিল ও বিভিন্ন অপরাধ দমনে ও ভাল কাজের স্বীকৃতিমূলক মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন আরএমপির শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়। এসময় শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হওয়াই আনোয়ার আলী তুহিনকে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্যার।

তিনি আরো জানান, এছাড়া ওসি আনোয়ার আলী তুহীনের নেতৃত্বে ও মাননীয় পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনায় ভালো কাজের স্বীকৃতিমূলক শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন মতিহার থানার এসআই সাহাবুল ইসলাম ও
এএসআই মো: এনামুল হকসহ অন্যান অফিসার নির্বাচিত হয়েছেন তাদের কেউ মাননীয় আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্যার পুরস্কার তুলেদেন।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম, মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জি, মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান, বিশেষ পুলিশ সুপার এএফএম আনজুমান কালাম, বিপিএম-বার ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে