শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১; সময়: ১১:৩৪ পূর্বাহ্ণ |
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে  শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিসর্জনের দিনে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে শুরু হবে দেবী দুর্গার বিজয়া দশমী পূজা। সকাল ৯ টা ১১ মিনিটের মধ্যে রাজশাহীর মন্ডপগুলোতে দেবী দুর্গার বিজয়া দশমী বিহিত পূজার মাধ্যমে পালিত হবে দশমী।

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এই দিনে আবেগ ও মন খারাপ মিশ্রিত একটি অনুভূতি সৃষ্টি হয়। দশমী এলেই তাদের মনে আসে মায়ের ফিরে যাওয়ার আশঙ্কা। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। সাধারণত দুর্গাপূজা শেষ হয় দশমীর মাধ্যমেই। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সকালে দশমী পূজার মাধ্যমে বিজয়া দশমী পূজা শুরু হবে। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।

এর আগে গত সোমবার (১১ অক্টোবর) সকালে রাজশাহীর মন্ডপগুলোতে ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। করোনা অতিমারিসহ সব ধরনের অশুভ ও অমঙ্গল থেকে মুক্তি লাভই সনাতন ধর্মাবলম্বীদের এবারের চাওয়া।

এবার রাজশাহীতে মোট ৪৫৬ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ৯ টি উপজেলায় ৩৮১ টি মন্ডপ ও মহানগরীতে মোট ৭৫ টি পুজা মন্ডপে সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্ত ও পূজারিদের পদচারণায় মুখরিত । সরকারের নির্দেশনার আলোকে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে