এ্যাডিশনাল আইজির সাথে রাজশাহীর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
এ্যাডিশনাল আইজির সাথে রাজশাহীর ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : ২৬ সেপ্টেম্বর রবিবার বেলা ৩.০০ টায় চেম্বার ভবনে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, শিল্পাঞ্চল পুলিশ তাঁর বক্তব্যে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ভূমিকা ও কর্মকান্ড বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, যেখানেই উৎপাদন জড়িত সেখানেই ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ সহায়তা দিবে। রাজশাহীতে যদিও ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ইউনিট এখনও স্থাপিত হয়নি তবে অদূর ভবিষ্যতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসকৃত ১০০ টি শিল্পাঞ্চলের ০১ টি রাজশাহীতে হবে। আমি চাই রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাংলাদেশ পুলিশকে সবসময় সহায়তা করে আসবে।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বাংলাদেশ পুলিশকে সার্বক্ষনিক সহযোগিতা করে যাবে। তিনি প্রধান অতিথিকে চেম্বার পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়দেব ভদ্র, এ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মোঃ আবু কালাম সিদ্দিক, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মনিরুজ্জামান, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, রাজশাহী এবং সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালকবৃন্দ মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, শেখ মোঃ রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, মোঃ আব্দুল গাফফার, মোঃ সুলতান মাহমুদ (সুমন) মোঃ আসাদুজ্জামান রবি, এস, এম আইয়ুব এবং সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার সাবেক পরিচালক এম শরীফ।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে