রাজশাহীতে অটোরিকশা ছিনতাইকালে হাতে-নাতে ধরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১; সময়: ৫:৪৭ অপরাহ্ণ |
রাজশাহীতে অটোরিকশা ছিনতাইকালে হাতে-নাতে ধরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় হাতে-নাতে দুই ছিনতাইকারি গ্রেপ্তার হয়েছে। শনিবার দুপুরে নগরের চন্দ্রীমা থানার নাদের হাজির মোড়ে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাব্বি (২৪) ও সানিল (২২)। তাদের বাড়ি চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায়। বিকেলে চন্দ্রিমা থানায় তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

পুলিশ জানায়, সেলিম রেজার (৩৯) কাছ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাত সাগর হোসেন (২৫)। বেলা সাড়ে ১১টার দিকে লক্ষীপুর থেকে দায়রাপাকের দিকে যাওয়ার জন্য রাব্বি ও সানিল ভাড়া করে।  প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়িটি রেখে রাস্তার পাশে যায় সাগর ।

এ সময় রাব্বি ও সানিল অটোরিকশা নিয়ে মেহেরচন্ডী দায়রাপাকের দিকে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে অটোচালক চন্দ্রীমা থানায় জানায় এবং চন্দ্রীমা থানার এস আই রাজু তার সঙ্গীয় ফোর্স নিয়ে চকপাড়া নাদের হাজির মোড় থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করেন।

চন্দ্রীমা থানার ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে চালান দিয়ে রিমান্ড চাওয়া হবে

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে