জনতা ব্যাংক-এ স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু উপলক্ষে রোড শো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১; সময়: ৫:৩৫ অপরাহ্ণ |
জনতা ব্যাংক-এ স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু উপলক্ষে রোড শো

নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক লিমিটেড ট্রেজারী চালানের মাধ্যমে সরকারের বিভিন্ন সেবা-ফি “স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির মাধ্যমে গ্রহণ করছে।

এ উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শনিবার রাজশাহী কর্পোরেট শাখার সামনে থেকে ব্যানার ফেস্টুন সম্বলিত এক বিশাল রোড শো এর আয়োজন করা হয়।

জনতা ব্যাংক রাজশাহী এরিয়ার সকল কর্মকর্তা-কর্মচারির উপস্থিতিতে রোড শো ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদার। আরও উপস্থিত ছিলেন এরিয়া অফিস রাজশাহীর ডিজিএম জাহাংগীর হোসেন জোয়ার্দ্দার, রাজশাহী কর্পোরেট শাখার ইনচার্জ এজিএম সন্জয় কুমার মৈত্র, এজিএম মোঃ নুর আলম প্রমুখ।

বক্তরা পথ সভায় আপামর জনগণকে সরকারের বিভিন্ন সেবার ফি জনতা ব্যাংকে চালানের মাধ্যমে জমাদানের জন্য আহ্বান জানান। তারা আরও উল্লেখ করেন, সারা বাংলাদেশে জনতা ব্যাংকের সকল শাখায় পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সার চার্জ এর অর্থ গ্রহণ করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাপস মজুমদার বলেন স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি সময়ের দাবি এবং গ্রাহক সেবা প্রদানে জনতা ব্যাংক আরও এক ধাপ এগিয়ে গেল।
পথসভায় উপস্থিত সকলেই চালান পদ্ধতি চালুর জন্য ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম আজাদ ও এই কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

রোড শো নগরীর প্রধান প্রধান সড়ক আলুপট্টি, রানী বাজার, বাটার মোড় ঘুরে সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ করে রাজশাহী সাহেব বাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে