পদ্মায় আকাশ-নীলে দোলে শ্বেত-শুভ্র কাশবন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২১; সময়: ৯:৪২ পূর্বাহ্ণ |
পদ্মায় আকাশ-নীলে দোলে শ্বেত-শুভ্র কাশবন

নিজস্ব প্রতিবেদক : নগরীর পদ্মা-চরে আকাশ-নীলে দোল খেয়ে যায় শ্বেত-শুভ্র কাশবন। সেই কাশবনের ওপর দিয়ে শরতের বাতাস যেন সাদা মেঘদল হয়ে মাটিতে নেমে শিশু-আনন্দে লুটোপুটি খায়। ভরা পদ্মায় কাশবনের দোতানায় অপার সৌন্দর্য হাতছানি দেয়. মাতিয়ে তোলে ভ্রমণ-পিাপসুর মন।

নগরীর আলুপট্টি থেকে হাইটেকপার্ক সংলগ্ন নবগঙ্গা পর্যন্ত শরতের কাশফুল সৌন্দর্য ছড়ায়। মাথার ওপরে নীল আকাশে ভাসে পেঁজাতুলোর মত মেঘদল, জমিনে নদী-জল আর কাশবনের মনোমুগ্ধকর মাখামাখি।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পদ্মা গাডের্নসহ নদীর ধারের কিছু এলাকায় গিয়ে দেখা যায়, বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। প্রিয় মানুষদের সাথে পদ্মা নদীর পাড় ঘুরতে এসেছেন অনেকেই। নৌকায় ঘোরার পাশাপাশি কাশফুলের সাথে নিজেদের ঘনিষ্ট মুহূর্তকে করেছেন ক্যামেরাবন্দি। কেউ বন্ধুদের নিয়ে কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে। নৌকায় চড়ে চর গুলোতে নেমে কাশফুলের সাথে নিজেকে হারানোর ব্যর্থ চেষ্টাও লক্ষ্য করা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সুরাইয়া জাহান স্মৃতি বলছিলেন, ফেসবুক স্ক্রল করতেই দেখছি সবাই কাশবনে গিয়ে ছবি তুলছে। তাই আমিও ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। পদ্মার পাড়ে এসে ঘুরছি আর বন্ধুদের সাথে নিজেকে ক্যামেরা বন্দি করছি।

কলেজের অধ্যাপক বিজয় ইসলাম বললেন, পদ্মায় এখন সুন্দর নীল আকাশ, নদী ভরা পানি তার মাঝে কাশফুল দেখে সত্যি খুব ভালো লাগছে। নদীর পাড়ে ঘুরতে এসেছি পরিবার নিয়ে। কর্মব্যস্ত জীবনে পরিবার নিয়ে মাঝে মাঝে আসি পদ্মায়। আজকে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছি। কাশফুল, হালকা বাতাস আর নদীর ¯্রােত সবমিলিয়ে পরিবেশটা অসাধারণ।

শিক্ষার্থী সাদিক অর্নব এসেছেন বন্ধুদের সাথে ঘুরতে। তিনি জানান, অনেকদিন পর বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা হলো। সবাই মিলে নৌকায় ঘুরলাম। আর কাশফুলগুলো দেখতে একদম সাদা তুলোর মতো। অনেক ছবিও তুললাম। কারো মন খারাপ থাকলে এই পরিবেশে আসলে সত্যি মন ভালো হয়ে যাবে।

ওষুধ কম্পানিতে কর্মরত সাজিদ হোসেন পরিবার নিয়ে এসেছেন বেড়াতে। তিনি জানান, পরিবার বগুড়াতে থাকে মঙ্গলবার রাজশাহীতে এসেছে। তাই তাদের নিয়ে বিকেলে চলে আসলাম। পদ্মার চর ও পানি থাকলেও এখন ভিন্ন চিত্র। সাদা কাঁশফুলে চারিদিকের পরিবেশ নতুন ভাবে সেজেছে। পরিবার নিয়ে নৌকায় চড়ে কাঁশফুলের সাথে ছবি তোলা যাবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে