পবায় করোনা ভাইরাস প্রতিরোধে পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
পবায় করোনা ভাইরাস প্রতিরোধে পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিসেফ’র সিফোরডি কর্মসূচির আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক মোহা. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা থানা অফিসার্স ইনচার্জ সিরাজুম মনির। প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিস রাজশাহীর উপপরিচালক সাফিয়ালা নাসরিন।

জেলা তথ্য অফিস রাজশাহীর সহকারি তথ্য অফিসার আব্দুল আহাদের পরিচালনায় কর্মশালায় অংশ নেন নওহাটা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহাকারি প্রধান শিক্ষক আখতার ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আকরাম আলী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে