তানোরের বিলে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১; সময়: ১১:৫১ অপরাহ্ণ |
তানোরের বিলে মাছ ধরতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে বিল কুমারী বিলে মাছ ধরতে গিয়ে তানোর কুঠিপাড়া গ্রামের আহম্মাদ (৬৫) নামের এক মৎস্যজীবি নিখোঁজ হয়েছেন। তানোর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে গেলেও ডুবুরীদল থা থাকায় বৃদ্ধকে উদ্ধার করতে পারেননি। বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরীদল আসবে বলে জানান তানোর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মুরাদ হোসেন।

নিখোজের পরিবার ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে কুঠিপাড়া গ্রামের মৎস্যজীবি বৃদ্ধ একাই নৌকা নিয়ে বিল কুমারী বিলে মাছ ধরতে বিলের মাঝখানে গিয়ে জালে মাছ ধরছিলেন এসময় বেলা সাড়ে ১২টার দিকে ঝড় বৃষ্টি শুরু হয়।

বেলা ২ টার পর থেকে গ্রামবাসীরা ওই বৃদ্ধর নৌকা কিনারে দেখে কেউ বুঝতে না পারায় গুরুত্ব দেননি। সময়মত ওই বৃদ্ধ বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বৃদ্ধকে খুজতে থাকেন।

পরে খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ডুবুরীদল না থাকায় বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরী আসলে বিলের পানিতে খুজাখজি করা হবে জানিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলে ফিরে গেছেন।

গ্রামবাসীর ধারনা, ঝড় বৃষ্টির সময়ে হয়তবা ওই বৃদ্ধ বিলের মধ্যে পড়ে ডুবে গেছে। বিষয়ি এলাকায় চান্চল্যের পাশাপাশি মৎস্যজীবিদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। গ্রামের লোকজন বিলে নৌকা নিয়ে রাত সাড়ে ১০ টা পর্যন্ত বৃদ্ধকে খুজেও পাননি।

তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, এধরনের বিষয়ে কেউ থানায় জানাননি।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে